স্কোয়াড সাবমিশন: Squad Submit – AFC Platform
ডেডলাইন: বিকাল ৪টা ২৯মিনিট
MATCH TYPE – STANDARD
MATCH TIME – 8 MINUTES
INJURIES – ON
EXTRA TIME & PK – OFF
NO. OF SUB INTERVALS – 3
NO. OF SUBSTITUTES – 5
CONDITION : HOME – EXCELLENT
CONDITION : AWAY – EXCELLENT
*. ম্যাচ গ্রুপে সমস্যা বিষয়ে/অন্য বিষয়ে মেসেজিং করা এক্টিভিটি নির্দেশ করে না। এক্টিভিটি মানে আপনি উক্ত সময়ে ম্যাচ খেলার জন্য সক্ষমতা সহিত উপস্থিত।
নোট:_ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় — গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ রেজাল্ট উইন শো করলে/ম্যাচ রেজাল্ট আনফিনিশড/“ডিসকানেকটেড ব্যতীত” অন্য কিছু শো করলে ভিডিও দেয়ার প্রয়োজন নেই। এছাড়া, গোল ব্যবধানে সমতা/পিছিয়ে থেকে ডিসকানেকটেড হলে শুধুমাত্র ল্যাগ/স্লো প্রমাণের জন্য ভিডিও দিতে হবে; আইডি-ডিভাইস প্রদর্শন করার প্রয়োজন নেই।
নোট ১: ম্যাচ শেষে লোডিং/ব্লাক স্ক্রিন শো করলে ঐ অবস্থা থেকে ভিডিও শুরু করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করে গেইম কেটে পুনরায় গেইমে ঢুকে ইউজার আইডি এবং এবাউট ফোন থেকে ডিভাইস মডেল প্রদর্শন করতে হবে।
নোট ২: ম্যাচ রেজাল্ট পেইজ থেকে ভিডিও শুরু করা অবস্থায় যদি ম্যাচ রুমে ঢুকতে অনেক সময় লাগে তবে অপেক্ষা না করে গেইম কেটে দিতে পারবেন। পুনরায় গেইমে ঢুকে Extras অথবা স্টার্টস্ক্রিন থেকে ইউজার আইডি এবং এবাউট ফোন থেকে ডিভাইস মডেল প্রদর্শন করতে হবে। উল্লেখ্য, এক্ষেত্রে অবশ্যই ভিডিওতে ম্যাচ রেজাল্ট/ম্যাচ স্ট্যাট পেইজ থাকতে হবে।
নোট ৩: ম্যাচ শেষে অপ্পনেন্ট ম্যাচ রুম ক্লোজ করলে ম্যাচ রেজাল্ট পেইজ থেকে ভিডিও শুরু করা না থাকলে রুম ক্লোজ অবস্থা থেকে ভিডিও শুরু করতে হবে এবং গেইমের Extras অথবা স্টার্টস্ক্রিন থেকে ইউজার আইডি এবং এবাউট ফোন থেকে ডিভাইস মডেল প্রদর্শন করতে হবে।
নোট ৪: একাধিক ভিডিও প্রেরণ করা নিয়ে কোনো ইস্যু নেই। তবে ১০ মিনিট সময়সীমার মধ্যে “প্রেরিত একটি ভিডিও”তে প্রয়োজনীয় সকল তথ্য থাকতে হবে।
ভিপিএন নিয়ে ম্যাচ কানেক্ট না হলে নিন্মোক্ত ধাপসমূহ পূর্নাঙ্গভাবে অনুসরণ করতে হবে:
যেসব কারণে অরেঞ্জ কার্ড:
অরেঞ্জ কার্ডের শাস্তি
যেসব কারণে ইয়োলো ও রেড কার্ড
ইয়োলো ও রেড কার্ডের শাস্তি
*যেকোনো সময় কমিটি থেকে প্লেয়ার আইডেন্টিটি চাওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক প্লেয়ার নাগরিত্ব ডকুমেন্টস (ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন কার্ড) দিতে বাধ্য থাকিবে।
*১২ বছরের কম বয়ষ্ক/ডকুমেন্টস বিহীন/বিদেশী/ফেইক নাম/ডকুমেন্টেসের সাথে নাম মিল নাই এরকম প্লেয়ার রেজিষ্ট্রেশন দণ্ডনীয় অপরাধ। প্লেয়ারকে সাময়িক/স্থায়ী ব্যান, ক্লাব ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সি ব্যান/প্রয়োজনে প্লেয়ার হিসেবে সাময়িক/স্থায়ী ব্যান এবং ক্লাবের স্লট বল্ক/টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ বা অন্য শাস্তি দেয়া হতে পারে।