AFC Platform

Player Registration

WARNING: পূর্বে কখনো AFC Platform তে রেজিষ্ট্রেশন করে থাকলে দয়া করে পুনরায় রেজিষ্ট্রেশন করবেন না। পুরনো রেজিষ্ট্রেশন আছে কিনা জানতে এখানে সার্চ করুন। একই ব্যক্তি একাধিকবার রেজিষ্ট্রেশন করা শাস্তিযোগ্য অপরাধ।

➤ফেসবুক আইডি লিঙ্ক সেন্সিটিভ ইনফরমেশন, দয়া করে কোনো ভুল তথ্য হচ্ছে কিনা চেক করে নিবেন।
➤লিঙ্ক ফরম্যাট:
https://facebook.com/rovroneel or https://facebook.com/profile.php?id=12345678

Profile Photo
Upload


➤ছবি সাইজ: Width 1080px, Height 1350px

➤Aspect Ratio: 4:5

➤অবশ্যই ক্লিয়ার ফ্রন্ট ফেচিং হতে হবে। কোনো ধরনের মাস্ক পড়া ছবি গ্রহণযোগ্য নয়।

JPG / PNG ফরম্যাট হতে হবে।

➤আপনার পাসপোর্ট অথবা NID কার্ড অথবা জন্মসনদে যে জেলা্র ঠিকানা ব্যবহার করা হইছে সে জেলার তথ্য দিবেন। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা বিবেচ্য বিষয় নয়। শুধুমাত্র পাসপোর্ট/ন্যাশনাল আইডি কার্ড/জন্মসনদের তথ্য বিবেচনা করা হবে। ➤মনে রাখবেন, রেজিষ্ট্রেশন পরবর্তীতে ডিস্ট্রিক্ট পরিবর্তন করার কোনো সুযোগ নেই।

➤আপনার Game User ID টি প্রদান করুন। ASAA/ASBB জাতীয় যে অংশটুকু আছে সে অংশটুকু সহ। ➤TIPS: গেইমের ঢুকে মেন্যুবার থেকে Extras > User Information > User Details এ যাবার পর প্রথমে ৪টি লেটারসহ ৯ সংখ্যার User ID পাওয়া যাবে। যেমন: ASAA-123456789।

➤Settings > About Phone এ প্রবেশ করে আপনার ফোনের মডেল নাম দেখে নিন। নামের সাথে 5G থাকলে অবশ্যই উল্লেখ করবেন।
➤প্রয়োজনে ঝামেলা এড়াতে নামের সাথে মডেল নাম্বার যুক্ত করে দিন। যেমন: Realme X2 (RMX1920)

➤ফোনে কাস্টম রম ইনস্টল দেয়া থাকলে অবশ্যই রম নাম উল্লেখ করবেন। যেমন: Poco x3 Pro (lineage os)

➤অবশ্যই ব্যক্তিগত মেইল এড্রেস দিবেন
➤আইডেন্টিটি প্রমাণ, ভবিষ্যৎ প্রয়োজনে ও AFC আপডেট দেয়ার প্রয়োজনে মেইল এড্রেস নেয়া হচ্ছে।

➤অবশ্যই নিজের ফোন নাম্বার দিবেন।
➤আপনার ফোন নাম্বার সর্বদা গোপনীয় রাখা হবে।

➤আইডেন্টিটি প্রমাণ ও ভবিষ্যৎ প্রয়োজনে ফোন নাম্বার নেয়া হচ্ছে।

➤পরবর্তীতে ইনফরমেশন পরিবর্তন করতে পাসওয়ার্ড প্রয়োজন হবে।
➤অবশ্যই আপনার পাসওয়ার্ড সর্বদা মনে রাখবেন এবং গোপনীয়তা রক্ষা করবেন।